সুবিধা সমূহ
নিচের ধাপগুলো সম্পন্ন করে ঝটপট খুলে ফেলুন মিডল্যান্ড ব্যাংক ডিজিটাল একাউন্ট
স্টেপ ১০
আপনার একাউন্টটি ওপেন এবং অ্যাকটিভ হয়ে গেলো, আমাদের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম 'এমডিবি অনলাইন অ্যাপ'-এ সাইন আপ করুন
সহজ ধাপে ঝটপট একাউন্ট
-
- প্লে স্টোর/ অ্যাপ স্টোর থেকে ‘মিডল্যান্ড অনলাইন অ্যাপ’ (মোবাইল অ্যাপ) ইন্সটল করুন অথবা মিডল্যান্ড বাংকের ওয়েবসাইট ভিসিট করুন।
- নিচের যেকোন একটি প্রোডাক্ট নির্বাচন করুনঃ
- MDB e-Saver (conventional savings account).
- MDB Saalam e-Saver (Islami Mudaraba account).
- আপনার এন আই ডি কার্ডের ছবি (উভয় পাশ) আপলোড করুন।
- আপনার সেলফি আপলোড করুন।
- নমীনির ব্যক্তিগত তথ্য, ছবি এবং যেকোনো পরিচয় সনাক্তকরণ আইডি প্রদান করুন।
- আপনার ইনকাম সোর্স ডকুমেন্ট প্রদান করুন (*যদি মাসিক লেনদেন ১,০০,০০০ বা তার বেশি হয়)।
- সাদা কাগজে আপনার সিগনেচার প্রদান করুন।