অটোমেটেড চালান সিস্টেম
মিডল্যান্ড ব্যাংক এর অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইনে ঘরে বসে সহজেই অটোমেটেড চালান সিস্টেম (এ চালান) এর মাধ্যমে বিভিন্ন সরকারি ফি জমা দেওয়ার নির্দেশিকাঃ
১. অনলাইনের মাধ্যমে সরকারি ফি জমা দিতে ভিজিট করুন- https://ibas.finance.gov.bd/acs
২. “Online Challan Entry“ তে ক্লিক করুন।
৩. আপনার ফি জমাদানের ধরন যথা পাসপোর্ট (শুধু মাত্র নতুন ই-পাসপোর্ট), আয়কর, ভ্যাট ইত্যাদি নির্বাচন পূর্বক প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করুন।
৪. পরিশোধের ধরনে “অনলাইন ব্যাংকিং” নির্বাচন করুন এবং ব্যাংকের ঘরে “মিডল্যান্ড ব্যাংক” নির্বাচন করুন। টাকার পরিমাণ দিয়ে “Add” বাটনে ক্লিক করুন।
৫. পরবর্তী পেজে আপনার মিডল্যান্ড অনলাইন “User ID” এবং “Password” দিয়ে লগইন করুন।
৬. “Source account” অপশনে আপনার অ্যাকাউন্ট টি সিলেক্ট করুন এবং “Submit” বাটনে ক্লিক করুন।
৭. আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে প্রেরিত OTP কোডটি প্রদান করুন এবং “Confirm” বাটনে ক্লিক করুন।
৮. কিছুক্ষণ অপেক্ষা করুন, পরবর্তী পেজে আপনি আপনার এ চালান এর কপি দেখতে পাবেন।